চলতি বছর ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। জাঁকজমক এই আয়োজনে মানুষকে মাতিয়ে রাখলেও বিশ্বকাপের মধ্যে কাতার বেশ সুচারু ভাবেই হচ্ছে ইসলাম প্রচার।
ফুটবল বিশ্বকাপ উপভোগে সারা বিশ্ব থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে হাজির হওয়া দর্শক ও পর্যটকদের ইসলামকে জানার সুযোগ করে দিচ্ছে কাতার।
২৪ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
জানা গেছে, কাতারের রাজধানী দোহার কাতারা কালচারাল ভিলেজ মসজিদটি এখন বিশ্বকাপ ভক্তদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বকাপ উপভোগে যাওয়া পর্যটকদের যারা ইসলাম সম্পর্কে জানতে চান, তারাই সেখানে ভিড় করছেন।
এছাড়া কাতারা কালচারাল ভিলেজ মসজিদের দরজায় বহু সংখ্যক বৈদ্যুতিক বোর্ড স্থাপন করা হয়েছে। এসব ইলেক্ট্রনিক বোর্ডে ৩০টিরও বেশি ভাষায় ইসলাম সম্পর্কে নানা তথ্য প্রদর্শন করা হচ্ছে। একইসঙ্গে পর্যটকদের মধ্যে যারা চাচ্ছেন তাদের কাছে বিভিন্ন ভাষায় ইসলাম ধর্মের পরিচিতিমূলক বই-পুস্তিকা বিতরণ করা হচ্ছে।
এছাড়া বিশ্বকাপ উপভোগে কাতারে যাওয়া ফুটবল ভক্ত ও পর্যটকরা মহানবী (সা.)-এর নানা হাদিসও পড়ার সুযোগ পাচ্ছেন। কাতারজুড়ে বহু রাস্তার আশপাশে এবং দেয়ালে ইসলামে ভালো কাজের গুরুত্ব বর্ণনা করা হচ্ছে।
+ There are no comments
Add yours