সরকার গ্রামে গ্রামে পাকা রাস্তা করে দিয়েছে : পলক

Estimated read time 1 min read
Ad1

আওয়ামী লীগ সরকার বাংলাদেশে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ অসংখ্যক উন্নয়নমূলক কাজ করেছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, সিংড়ার চলনবিলে গ্রামে যাওয়ার কোনো পাকা রাস্তা ছিল না। এখন গ্রামে-ইউনিয়নে পাকা রাস্তা তৈরি হয়েছে।

আজ (২৫ নভেম্বর) সকালে নাটোরের সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে বিনামূল্যে চোখের লেন্সের অপারেশন হওয়া রোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৩ বছরে সিংড়ায় সাড়ে তিনশ কিলোমিটার পাকা রাস্তা উপহার দিয়েছে সরকার। সিংড়ায় শতভাগ বিদ্যুৎতের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সিংড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ২০ বছর একটি অ্যাম্বুলন্স না থাকলেও ১২ বছরে এই হাসপাতাল অত্যাধুনিক তিনটি অ্যাম্বুলন্সসহ অন্যান্য যন্ত্রপাতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী। ফলে সিংড়াবাসী হাতের নাগালে স্বাস্থ্য সেবা পাচ্ছেন।

সিংড়া ডায়াবেটিক সমিতি ও মক্কা হাসপাতালের সহযাগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়াজনে প্রায় ৪ হাজার চোখের রোগী নিবন্ধিত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours