সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

Estimated read time 1 min read
Ad1

সপ্তাহের ব্যবধানে সুনামগঞ্জে আবারও অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

সড়কে পার্কিং করে রাখা বাস আটক করে পুলিশ লাইন্সে নেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ বাস মালিক-শ্রমিক সমিতি।

ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে গত ১৮ ও ১৯ নভেম্বর চার দফা দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘট পালন করে বাস মালিক-শ্রমিক সমিতি। ওই দুদিনও সুনামগঞ্জের মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর হঠাৎ ধর্মঘটের ঘোষণা আসে। এতে বিড়ম্বনার পড়েছেন সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলগামী হাজারো যাত্রী।

এছাড়া বন্ধ রয়েছে আঞ্চলিক পরিবহনও। প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য পরিবহনও কম দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ বলেন, সড়কের ওপর বাস রাখায় জনসাধারণের ভোগান্তি হয়। সড়কে তৈরি হয় যানজট। আইন-শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় এই বিষয়টি বার বারই আলোচনা হয়।

এমনাবস্থায় ট্রাফিক কন্ট্রোলের জন্য তিনটি বাস পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে। এ কারণে ধর্মঘট ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যুক্তিযুক্ত নয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours