মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
২৫ নভেম্বর রাত ও ২৬ নভেম্বর সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় বালিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে খাতিয়াল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদার ও সাহাবুদ্দিন মোল্লা সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ হয়। এ সময় নারীসহ ৩০ জন আহত হন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে আসার পথে সাহাবুদ্দিন মোল্লা সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকরা।
এ বিষয়ে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। চারজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours