রংপুর জেলা বিএনপির নেতা-কর্মীদের নামে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। মামলা প্রত্যাহার না হলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রংপুর জেলা অচলের হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।
আজ (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী এ আল্টিমেটাম ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আফসার আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জেলা বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে নগরীর শাপলা চত্ত্বর থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা গ্র্যান্ড হোটেল মোড়স্থ কার্যালয়ের অভিমুখে রওনা হয়।
পথে শ্যালো মার্কেটের সামনে পুলিশ বেরিকেড দিয়ে শান্তিপূর্ণ মিছিলটিতে বাধা দেয়। নেতা-কর্মীরা পুলিশকে আশ্বস্তসহ অনুরোধ করলেও পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেন।
একপর্যায়ে পুলিশ কোনো কথা না শুনে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ ও রাইফেলের বাট দিয়ে মারধর শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে কেউ দলীয় কার্যালয়ে আবার কেউ বাইরে ভীত সন্ত্রস্ত অবস্থায় নিরাপদ আশ্রয় নেন।
কিন্তু পুলিশ দলীয় কার্যালয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের আবারও মারধর শুরু করে। এসময় আনিছুল মণ্ডল ও রাশেদুল ইসলামের মাথা ফেটে যায় এবং আরও অনেকে আহত হন বলেও তিনি দাবি করেন।
+ There are no comments
Add yours