প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়

Estimated read time 0 min read
Ad1

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক কর্মী তৈরি করার জন্য শিক্ষকতা করবেন না। শিক্ষকতা করবেন ভালো ও সৎ মানুষ গড়ে তোলার জন্য।’

আজ (২৬ নভেম্বর) রাঙামাটিতে ৮১টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার আরও বলেন, পূজনীয় বনভান্তে বলেছিলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ হবে। এটা বলার অনেক বছর পর প্রধানমন্ত্রী রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দিয়েছেন। কিন্তু একটি গোষ্ঠী এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উদ্বোধন হওয়ার সময় বাধা দিয়েছিল। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছার

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে  শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাছরিন

এ সময় প্রধানমন্ত্রীর জন্য ৭টি জাতিগোষ্ঠীর পরিচয় বহনকারী সাত সেট বস্ত্র উপহার হিসেবে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours