যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ভ্যানের পাটাতন থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
২৬ নভেম্বর দিবাগত রাতে আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, রাতে বিজিবির কাছে গোপন খবর আসে আমড়াখালী এলাকায় স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি সদস্যরা।
এ সময় একটি ভ্যান যেতে দেখে তাদের সন্দেহ হয়। ভ্যান তল্লাশি করে কাঠের পাটাতনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি, যার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
+ There are no comments
Add yours