ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২ উদ্ধোধন করেন ফটিকছড়ি সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
আজ (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডঃ মুহাঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বির রহমান সানি, সহকারী কমিশনার ভূমি এটি এম কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ ওমর ফারুক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আরিফিন আজিম, কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, মৎস কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ সেলিম রেজা, নির্বাচন কর্মকর্তা বাবু দেবাশীষ দাস, পল্লী বিদ্যুৎ সমিতি -২ ডি জি,এম,আব্দুস সালাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ ইবনে আনোয়ার, সেকেন্ড অফিসার মুহা সোহেল কুদ্দুস ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।
পরে এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ সকল অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার ডিজিটাল ও কৃষিবান্ধব সরকার। প্রধানমন্রী আছেন বলে উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
+ There are no comments
Add yours