
ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির উদ্দ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পীরেতরিক হাদিয়ে দ্বীনোমিল্লাত চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ) সভাপতিত্বে বাজার চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন।
উদ্ধোধক ছিলেন আওয়ামিলীগের কেন্দ্রায় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দানবির সাদাত আনোয়ার সাদী। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল উলুম ইসলামিয়া ফাজিল (ড্রীগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মওলানা আহমদুল হক ফোরকান কাদেরী, বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলালা উদ্দিনের সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্হি ছিলেন ফটিকছড়ি জামে উলুম সিনিয়র ফাজিল ড্রীগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম কাসেম আলকাদেরী, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার শফিকীয়া দরবার শরীফ বড় শাহাজাদা পীরে তরিকত আলহাজ্ব মওলানা মোহাম্মদ ফখরুদ্দীন কাদের চৌধুরী,মওলানা জাকারিয়া হাসনাবাদী,মওলানা বেলাল উদ্দিন আলকাদেরী, মওলানা আছেম, মওলানা মহি উদ্দিন মুনিরী বিবিরহাট বাজার বণিক কল্যান সমিতির সভাপতি এস এম সোলাইমান কোম্পানী ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার মুহাম্মদ জহির উদ্দিন বাবর, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সির মওলানা মুহাম্মদ এহেছানুল করিম, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ শাহজানসহ বণিক কল্যান সমিতির কর্মকর্তা সদস্যগণ।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours