শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও আধুনিক সদর বেড়েছে শিশু রোগীর সংখ্যা। ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে ২৩৫ জন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে ২৩৫ জন শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত ৬২ জন, নিউমোনিয়ায় আক্রান্ত ৩৫ জন ও অন্য শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।
এদিকে ৪৫ শয্যার বিপরীতে হঠাৎ কয়েক গুণ রোগী বেড়ে যাওয়ায় শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। একেকটি শয্যায় ৩-৪ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকটা বাধ্য হয়েই ওয়ার্ডের বারান্দা কিংবা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু মো. রাজীব-উল-দোজা বলেন, রোগীদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন মায়েদের একটু সচেতন হতে হবে। বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে।
+ There are no comments
Add yours