
রানা মোল্লা,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মাটিরাঙ্গাস্থ সাপমারা নামক স্থানে বাস দুর্ঘটনায় আহত হয় ৪৫ যাত্রী।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক তেপান্তর চাকমার নেতৃত্বে জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোঃআনোয়ার হোসেন ,দীপন চাকমা,রাফি চৌধুরী, মোঃআরিফ ও তারেক আজিজ সহ নেতাকর্মীরা আহতদের জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসার কাজেও তারা সহায়তা করেন। এছাড়া ওষুধ যোগাড়, অপারেশন থিয়েটারে রোগী নেওয়া, ডাক্তার ডাকা, মুমূর্ষ রোগীকে ঢাকা ও চট্টগ্রাম এর বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা শাখা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক তেপান্তর চাকমা বলেন, ‘আহতদের আমরা সার্বিক সহায়তা করতে কাজ করেছি। যারা আহত হয়েছেন তাদের রক্ত দেওয়া থেকে শুরু করে ওষুধের যোগাড়, অপারেশন থিয়েটারে রোগী নেওয়া, প্রয়োজনীয় কাজে সহায়তা করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এখন পর্যন্ত আহতদের সার্বক্ষণিক দেখাশুনা করছি।’
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ নেতা দীপন চাকমা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সব সময়ই মানবতার সেবায় পাশে ছিল, আছে, থাকবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সর্বদাই সচেষ্ট আছে এবং থাকবে। শুধু রাজনীতি নয় আর্তমানবতার সেবায় ছাত্রলীগ কাজ করে। অসহায়-দুস্থ, ক্ষতিগ্রস্ত বা দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।’ এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
+ There are no comments
Add yours