অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ৩০০ কিমি হাঁটবেন বীর মুক্তিযোদ্ধা

Estimated read time 0 min read
Ad1

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল হেঁটে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন।

আজ (২৯ নভেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পালের এটি চতুর্থ পদযাত্রা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ৩০০ কিলোমিটার পদযাত্রা করবেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউসের মুজিব চত্বরে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত হাঁটবেন বিমল পাল।

মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটির আহ্বায়ক শংকর সাহা জানান, বিমল পাল ময়মনসিংহ টাউন হল থেকে যাত্রা শুরু করে মুক্তাগাছা, হালুয়াঘাট, ফুলপুর, গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, পূর্বধলা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, ত্রিশাল, তারাকান্দা হয়ে ময়মনসিংহ নগরীতে প্রবেশ করবেন।

১০ ডিসেম্বর নগরীর চায়না সেতু সংলগ্ন জয়বাংলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও বিকেল সার্কিট হাউস চত্বরে মুক্তিযোদ্ধা বরণের মধ্য দিয়ে শেষ হবে পদযাত্রা। এ পদযাত্রায় ছায়াসঙ্গী হবেন আরও ৯ জন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours