আজ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন বসুরহাট পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সভা ( কাউন্সিল) উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাটে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আব্দুল মতিন লিটন সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
এসময় প্রতিদ্বন্দ্বীতাকারী নেতাগণ নির্বাচিত নেতাদের সাদরে বরণ করে নির্বাচিতদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নোয়াখালী বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, নোয়াখালী বিএনপির একান্ত অভিভাবক, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোহাম্মদ শাহজাহান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহমান, বিশিষ্ট শিল্পপতি মেট্রো গ্রুপ অভ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জনহিতৈষী কোম্পানীগঞ্জ বিএনপির আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ বিএনপির আহবায়ক মুছাপুরের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আলম শিকদার, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেত্রী এ্যাডভোকেট শাহনাজ মুন্নি ও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত বক্তাগণ যে কোনো কিছুর বিনিময়ে প্রয়োজনে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদী ও মাফিয়া সরকারকে হটিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতদ অঞ্চলের অবিসংবাদিত নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহম্মদের অনপুস্থিতে তাঁরই আদর্শে অনুপ্রাণিত জনাব ফখরুল ইসলামের সক্রিয় ও সর্বাঙ্গিন অংশগ্রহণে এদত অঞ্চলের বিএনপির নেতাকর্মীগণকে যারপরনাই সোচ্চার ও উজ্জীবিত দেখা গেছে।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়া, তারুণ্যের অহঙ্কার তারেক রহমান ও প্রয়াত জনাব ব্যারিস্টার মওদুদ আহম্মদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এর আগে নেতৃবৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশন করে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলোন করে, বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী রক্তচক্ষুকে উপেক্ষা করে জাঁকজমকপূর্ণ দ্বি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
+ There are no comments
Add yours