সিরাজগঞ্জে বিএনপির ৭৬৭ নেতাকর্মীকে আসামি করে ৫ মামলা

Estimated read time 1 min read
Ad1

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কয়েকটি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগে মোট পাঁচটি মামলা করা হয়েছে।

এসব মামলায় আসামি করা হয়েছে বিভিন্ন উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ মোট ৭৬৭ নেতাকর্মীকে।

২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর  পর্যন্ত এনায়েতপুর, বেলকুচি, কাজিপুর, রায়গঞ্জ ও তাড়াশ থানায় করা এসব মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, সদস্য সচিব মঞ্জু শিকদার, বেলকুচির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, কাজিপুর উপজেলার সদস্য সচিব সেলিম রেজা, সাবেক মেয়র আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক, সহ-সভাপতি খাইরুল মাস্টার, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ মাসুম, তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেনসহ বিভিন্ন উপজেলা ও থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, বুধবার সকালে খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আফাজ উদ্দিন বেপারী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১১৬ জনকে আসামি করে মামলা করেন।

তিনি বলেন, মামলায় বাদী উল্লেখ করেন- মঙ্গলবার রাতে আফাজ উদ্দিন বেপারী দলীয় নেতাকর্মীদের নিয়ে কেজির মোড় যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা বিএনপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান এবং হামলা ও ভাঙচুর করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours