
মোঃ জয়নাল আবেদীন,
সীতাকুণ্ড প্রতিনিধি:
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫০০ পিস ইয়াবাসহ একজন আটক।
৩ নভেম্বর মঙ্গলবার (২০২০) আনুমানিক রাত সোয়া ১২ টায় সীতাকুণ্ড উপজেলার পৌরসভার জি আর পরিবহনের বাস কাউন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত আসামীদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোচনী পাড়া গ্রামের বাসিন্দা পিতা- মৃত মোঃ হারেজ এর পুত্র মোঃ ইলিয়াস (৩৬)।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এস.আই মোঃ মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায়।এ সময় সীতাকুণ্ডের বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করি। এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours