কুমিল্লায় কষ্টিপাথরের মূর্তি, ধাতব মুদ্রা ও রাডার ম্যাগনেট বিক্রির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে কষ্টি সাইফুলকে (৪০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
২৯ নভেম্বর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ধনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ধাতব মুদ্রা, ও রাডার ম্যাগনেট উদ্ধার করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি ২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন।
মেজর সাকিব হোসেন জানান, সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ধাতব মুদ্রা,রাডার ম্যাগনেটসহ মূল্যবান জিনিসপত্র আসল বলে আখ্যায়িত করে তা মানুষের কাছে বিক্রির নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এ ধরনের প্রতারণার শিকার একজন ভুক্তভোগী গত সোমবার (২৮ নভেম্বর) র্যাব কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কষ্টিপাথরের মূর্তি, ধাতব মুদ্রা ও রাডার ম্যাগনেট বিক্রির কথা বলে তার কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাইফুল ইসলাম ওরফে কষ্টি সাইফুল।
+ There are no comments
Add yours