বিমার টাকা ফেরত দেওয়ার জন্য কোরিয়াফেরত তিন শতাধিক বাংলাদেশি ইপিএস কর্মীর তালিকা করা হয়েছে।
এসব কর্মীদের মাথাপিছু ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে।
আজ (৩০ নভেম্বর) ঢাকার কোরিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী সব কর্মীকে বিমার আওতাধীন হতে হয় এবং কোরিয়া থেকে ফেরত আসার সময় সেই বিমার অর্থ নিয়ে আসতে হয়।
কিন্তু কিছু কর্মী সেই বিমার অর্থ ফেরত নিয়ে আসতে ভুলে যান। এ রকম তিন শতাধিক বাংলাদেশি কর্মী বীমার টাকা পাবেন।
এর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর কর্মীদের তালিকা HRD Korea EPS Center in Bangladesh এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখিত সবাই আবেদন করতে পারবেন বিমার অর্থের জন্য।
এছাড়া তালিকাভুক্ত কেউ যদি জীবিত না থাকেন সেক্ষেত্রে বিবাহিত হলে স্ত্রী কিংবা সন্তান-সন্ততি, অবিবাহিত হলে বাবা-মা যথোপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবে।
+ There are no comments
Add yours