কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি হাতির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় একটি হাতিটির মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে সৈকত বাহাদুর নামে একটি হাতি মারা যায়। মৃত্যুকালে রংমালার বয়স ছিল ৮৬ বছর।
সাফারী পার্ক কর্তৃপক্ষ বলছেন, হাতিটির বয়সের ভারে মৃত্যু হয়েছে। রংমালা দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। এই হাতিটিকে সার্জারি করা হয়। এরপর থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিল রংমালা।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, বার্ধক্যের কারণে হাতি রংমালা দুই বছর ধরে অসুস্থ ছিল। বুধবার বিকেলে হাতিটি মারা যায়। পার্কে সর্বমোট ৬টি হাতি ছিল।
গত দুইদিনে ২টি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে সাফারি পার্কে টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক যমুনাসহ ছোট-বড় ৪টি হাতি রয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। পরে হাতিটি মাঠিতে পুঁতে ফেলা হয়েছে।
+ There are no comments
Add yours