
খবর ডেস্কঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বেলা ১১টা হতে পরিচালিত অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লক্ষ ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন। এপিবিএন, ৯ অভিযানে সহায়তা করে।
এ সময় নগরীর মোহরা বাজার, কামাল বাজার, আতুরার ডিপো বাজার, বিবিরহাট বাজার এলাকায় আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা এবং পণ্য ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীগণকে নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে, পণ্য ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে এবং সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করতে অনুরোধ জানানো হয়।
চান্দগাঁও থানার কামাল বাজারের মোহরা বাণিজ্যালয়কে মূল্য তালিকায় ৩০ টাকা উল্লেখ করে পাইকারি ৩৬ টাকায় আলু বিক্রয় এবং বেশি দামে আলু বিক্রয় করে ভাউচারে কম উল্লেখ করায় ৬৫ হাজার টাকা জরিমানা করা ও সতর্ক করা হয়। বিসমিল্লাহ্ বাণিজ্যালয়কে বেশি মূল্যে আলু বিক্রয় করায় ৫ হাজার টাকা, ভাই ভাই বাণিজ্যালয়কে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বায়েজিদ থানার আতুরার ডিপোর সাজেদা স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে আলু বিক্রয় করায় ৮ হাজার টাকা, কবির সবজি বিতানকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
বিবির হাটের উট মার্কা মসলাকে গুড়া মসলা মেঝেতে রেখে এবং পায়ে মাড়িয়ে প্রক্রিয়া করায় ২৫ হাজার টাকা জরিমানা করে আগামীকালের মধ্যে স্টিলের ট্রে স্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়। পিআইডি।
+ There are no comments
Add yours