রাজশাহীতে নারীর গোসলের ভিডিও ধারণের অপরাধে আরিফুর রহমান আরিফ নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আজ (১ ডিসেম্বর) সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আসামি দেওয়ান আরিফুর রহমান আরিফ গাইবান্ধার জেলার দেওয়ান আক্তার হোসেন ছেলে।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে আসামি দেওয়ান আরিফুর রহমান আরিফ। পরে ভিডিও গৃহবধূ ও তার স্বামীর ফেসবুক আইডিতে দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বাদী হয়ে ২০২১ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে মামলাটি রাজশাহীর ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ার পরে বৃহস্পতিবার বিচার প্রক্রিয়া শেষ হয়।
+ There are no comments
Add yours