আয়াতকে নিয়ে পিবিআই প্রধানের আবেগঘন পোস্ট

Estimated read time 1 min read
Ad1

হত্যার ১৭তম দিনে(০১ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর আকমল আলী রোডের খালের স্লুইসগেট এলাকা থেকে নির্মমভাবে খুনের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়া শিশু আলীনা ইসলাম আয়াতের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। মাথার চুল ও ক্লিপ দেখে দেহাংশ শনাক্ত করেন স্বজনরা।

গত ১৫ নভেম্বর বিকেলে নিখোঁজ হয় আয়াত। গত মঙ্গলবার আয়াতের লাশের দুই পা উদ্ধারের পর বৃহস্পতিবার তার খণ্ডিত মাথাও উদ্ধার করা হয়।

আয়াতের খণ্ডিত দুই পা ও মাথা উদ্ধারের পর দুটি বিষয়ের যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বন কুমার মজুমদার।

স্ট্যাটাসে বনজ কুমার মজুমদার আর্জেন্টিনার জার্সি গায়ে আয়াতে ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে লিখেছেন,

‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বিশ্বকাপ ফুটবলে আমার দেশের আর্জেন্টাইন সমর্থকরা অন্য যেকোনো দেশের সমর্থকদের চেয়ে বেশি আবেগপ্রবণ। গত কয়েকদিন আজেন্টিনার ভক্তদের কেটেছে দারুণ উদ্বেগ আর উৎকণ্ঠার  মধ্য দিয়ে এবং আজ মধ্যরাত ছিল তাদের জন্য উৎসব ও উন্মাদনার- আর্জেন্টিনা ফিরে এসেছে স্ব-মহিমায়।’

তিনি বলেন, ‘বিগত ৭ দিন ধরে পিবিআই চট্টগ্রাম মেট্রোর হার না মানা সন্ধান অভিযান চলাকালে গতকাল বিকালে আলীনা ইসলাম আয়াতের খণ্ডিত ২টি পা উদ্ধার হয় যা তার মৃত্যুর ১৫ দিন পরও আশ্চর্যজনকভাবে সতেজ ছিল! আজ সকালে পাওয়া গেল আয়াতের নিষ্পাপ মুখের খণ্ডিত মাথাটি- মায়ের বেঁধে দেওয়া নীল ক্লিপটি এখনো চুলে গেঁথে আছে। এ নীল তো আর্জেন্টিনার রঙ! মেসির আর্জেন্টিনা বা তাদের কোনো সমর্থক কি জানেন- বাংলাদেশের এক ক্ষুদে দেবশিশু তার প্রিয় দলের বিজয় দেখার জন্য গত রাতেও সাগর তীরের একটি স্লুইসগেটের প্রকোষ্ঠে হিমশীতল জলের তলে অপেক্ষায় ছিল! অভিমানী আয়াতের অপাপবিদ্ধ মুখটি যেন বারবার বলতে চাইছে- এতকিছু পার, কই আমাকে তো রক্ষা করতে পারলে না!,’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours