তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে মৃত ব্যক্তি, বিদেশে থাকা অথবা অবসরে যাওয়া কর্মীদের নামেও বেতন-ভাতা হয়। শুধু তাই নয় মৃত ও বিদেশে থাকা ব্যক্তিদের জায়গায় যারা কাজ করতেন, তাদের থেকেও ঘুষ নিয়েছে তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা।
২৯ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
লুটপাট করা তিতাসের সেই কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে অভিযানে গিয়েও অভিযোগের সত্যতা পেয়েছে (দুদক)। ঘটনা জানাজানি হলে তিতাস কর্তৃপক্ষ প্রায় ৩৭ জন নিরাপত্তাকর্মীকে ছাঁটাই করে আউটসোর্সিং প্রতিষ্ঠান প্যান্থার সিকিউরিটির সাথে সব ধরনের চুক্তি বাতিল করেছে।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে তিতাসের সাবেক নিরাপত্তারক্ষী, যারা মৃত অথবা অবসরে গিয়েছেন তাদের নামে কর্মচারী নিয়োগ দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযান পরিচালনাকালে টিম তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব এবং মহাব্যবস্থাপকের (প্রশাসন) সাথে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ, বেতনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও উপাত্ত সংগ্রহ করেছেন।
+ There are no comments
Add yours