বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছুরিকাহত শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম মারা গেছেন।
আজ (৪ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, নিহত মেহেরাজ হোসেন ফাহিম (২৬) শজিমেকের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি এমবিবিএস ৪র্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। ফাহিমদের বাসা ঢাকার সবুজবাগ এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে বাগবিতণ্ডার জেরে শাকিল বেপারি (২৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতা ফাহিমের পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
তাকে প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ৪ দিন চিকিৎসা নেওয়ার পর ২৮ নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ফাহিমকে শজিমেকেই চিকিৎসা দেওয়া হয়। ২৮ তারিখে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে এভারকেয়ার হাসপাতালে আজ সকাল সাড়ে ৮টার দিকে ফাহিম মারা গেছে।
+ There are no comments
Add yours