পরিবারের সম্মতিতেই যমজ দুই বোন পিঙ্কি ও রিঙ্কিকে একসঙ্গে বিয়ে করেছেন অতুল নামের এক যুবক। অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। দুই বোনের বিয়ের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল।
জানা যায়, বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন অতুল নামের ওই যুবক। মায়ের অসুস্থতার সময় তাকে বারবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বিভিন্নভাবে দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। অতুলের সদাচরণে তাকে মন দিয়ে বসেন যমজ দুই বোন।
হিন্দু বিবাহ আইন অনুসারে, কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। তাই দুই বোনকে বিয়ে করা নিয়ে অতুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে অতুলের বিরুদ্ধে অকলুজ থানায় মামলা দায়ের হয়েছে। এমতবস্থায় পিঙ্কি ও রিঙ্কির ভালবাসার মানুষের স্বীকৃতি টিকবে নাকি বাতিল হবে এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মাথায়।
উল্লেখ্য, মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা অতুল। মুম্বাইয়ে তার ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। আর পিঙ্কি ও রিঙ্কি মুম্বইয়ের বাসিন্দা। যমজ এই দুই বোন বাণিজ্যনগরীরই তথ্য-প্রযুক্তির কর্মী।
+ There are no comments
Add yours