তিন ওয়ানডে ও দুই টেস্টের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে ভারতীয় ক্রিকেট দল গতকাল(৪ ডিসেম্বর) সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেটে হারায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আর মোস্তাফিজুর রহমানের দৃঢ়তায় অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে প্লে-কার্ড হাতে এক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই তরুণ জানান অস্ট্রেলিয়া অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেক ফিল্ডিং করেন বিরাট কোহলি। এরই প্রতিবাদ জানাতে মিরপুর আসেন ওই তরুণ।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ওয়াল্ড কাপের সে ম্যাচটার কথা মনে পড়লে এখনও দুঃখ লাগে অনেক। আমি ঐ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আসছিলাম এই ব্যানারটা নিয়ে। ওই ম্যাচটা হারার পর বাংলাদেশের কোটি কোটি ভক্ত খুবই কষ্ট পেয়েছে। শুধু আমি না গোটা বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে। আমি আমার এই কার্ডে নকশা করে নিয়ে আসছি। এই ফিল্ডিংয়ের কারণে আমরা হেরেছি। এই ম্যাচে জয়ের মাধ্যমে ওই প্রতিশোধ আমরা নিয়েছি। পরের ম্যাচেও বাংলাদেশ ইনশাআল্লা আরও ভালো করবে।’
+ There are no comments
Add yours