মাদারীপুরের কালকিনিতে করিম বেপারী (৯০) নামে এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি জোর করে লিখে নেওয়ার পর ভরণপোষণ দিচ্ছে না তার সন্তানরা।
এ ঘটনার পর ওই বৃদ্ধ শিক্ষক বর্তমানে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেঝ ছেলের বাড়িতে মানববেতর জীবনযাপন করছেন।
জানা যায়, অবসরপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক করিম বেপারীর ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। করিম বেপারীকে সারাজীবন সেবা-যত্ন করার কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে তার ছোট ছেলে শাহিন, মেয়ে নেহার বেগম, বিলকিছ বেগম ও রোকশানা বেগম মিলে ৩২ শতাংশ জমি ৩ বছর আগে লিখে নেয়। এ জমি লিখে নেওয়ার পর তারা আর তাদের বাবা করিম বেপারীর কোনো খোঁজখবর নেন না।
বর্তমানে বৃদ্ধ করিম বেপারী নিরুপায় হয়ে তার মেঝ ছেলে মাহাবুবের বাড়িতে কোনো মতে আশ্রয় নিয়েছেন।
মেঝ ছেলে মাহাবুব অভিযোগ করে বলেন, আমার বাবা অসুস্থ তাই এই সুযোগে তাকে দেখাশোনার কথা বলে আমার ছোট ভাই শাহিন, বোন নেহার বেগম, বিলকিছ বেগম ও রোকশানা বেগম মিলে ৩২ শতাংশ জমি লিখে নিয়ে গেছে। আমার বাবা বলেছিল ৪ শতাংশ নিতে।
তারা প্রতারণা করে ৩২ শতাংশ নিয়েছে। এখন বাবার চিকিৎসা করাচ্ছে না। বর্তমানে আমার বাবা আমার বাড়িতে বাকরুদ্ধ অবস্থায় আছেন। আমি গরিব হওয়ায় নিজেই ঠিকমতো সংসার চালাতে পারি না। যারা জমি লিখে নিয়েছে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করবে বাবা।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, বিষয়টি খুবই অমানবিক। আমি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
+ There are no comments
Add yours