সমকামিতার বিরুদ্ধে নতুন কঠোর আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ আইনের মাধ্যমে রাশিয়ায় সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
এই আইন অনুযায়ী, সমকামিতার পক্ষে প্রকাশ্যে, অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে , দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার ‘প্রচার-প্রচারণা’ এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এ অপরাধে জড়িতদের মোটা অংকের অর্থ জরিমানা করা হবে।
এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার-প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে।
পুরোনো আইনের মাধ্যমেই রাশিয়ায় সমকামীদের মিছিল (প্যারেড) নিষিদ্ধ করে রাখা হয়েছিল। এখন আরও শক্তভাবে এসব কার্যক্রম নিষিদ্ধ করতে দেশটিতে নতুন আইন জারি করা হলো।
মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, রাশিয়ায় সমকামী নারী ও পুরুষদের প্রকাশ্যে মেলামেলা বন্ধে নতুন করে এর বিরুদ্ধে আইন করা হয়েছে।
+ There are no comments
Add yours