ঢাকার বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল আজিজ রকি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ (৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ। রকি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৮ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাতিল বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ৪ ডিসেম্বর রাতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।
+ There are no comments
Add yours