
সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম।
হাটহাজারীতে অভিযান চালিয়ে ৩শ লিটার ভেজাল ঘি জব্দ করে কারখানা সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।
আজ রবিবার (৮নভেম্বর)উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজারে মা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন জানান, মা এন্টারপ্রাইজ নামক একটি ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩ শ লিটার রংধনু ব্রান্ডের ভেজাল বাটার ঘি জব্দ করা হয়। এসময় ডালডা,পামওয়েল রং এবং ফ্লেভার ও কেমিকেল দিয়ে বানানো হচ্ছে বাটার ওয়েল।ক্ষতিকর উপকরণ ব্যবহার করার দায়ে কারখানা সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
+ There are no comments
Add yours