ডিসেম্বরের প্রথম দিন থেকে সারা দেশে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ সপ্তম দিন আরও ২৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা, বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। এ অভিযানের অংশ হিসেবে আজ সপ্তম দিনে ঢাকা মহানগর এলাকা থেকে ২৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামি।
এছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর ও ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের হাজির করা হবে আদালতে।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে ঢাকা মহানগর এলাকা থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
+ There are no comments
Add yours