রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বাতিলে হওয়া ৩৬ জনের মনোনয়নপত্রের মধ্যে আপিল শেষে ২২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে পূর্বে বৈধ হওয়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল হলে নতুন করে তারও মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। বর্তমানে মনোনয়ন সংগ্রহকারী ২৭৭ জনের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ২৬২ প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।
আজ (৭ ডিসেম্বর) সারাদিন সংক্ষুব্ধ প্রার্থীদের আপিলের পক্ষে শুনানি, যুক্তিখণ্ডন এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়ন বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই বৈধতা চেয়ে আপিল করেন।
রংপুর বিভাগীয় কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিততিতে শুনানি শেষে ১১ জনের মনোনয়ন আপিলেও বাতিল হয়। এছাড়া নতুন করে বৈধ একজনের বিরুদ্ধে আপিল হলে তারও মনোনয়ন বাতিল হয়েছে।
মেয়র পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।
+ There are no comments
Add yours