ঢামেকে কর্মচারীদের সাংগঠনিক সংসদ নির্বাচন আজ

Estimated read time 1 min read
Ad1

আজ বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাংগঠনিক সংসদ নির্বাচন-২০২২ শুরু হবে। যেখানে ২৭টি পদের বিপরীতে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে চলবে ভোটগ্রহণ।

বাচসকস সাংগঠনিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন, মো. আবুল বাশার সিকদার, মোয়াজ্জেম হোসেন, মো. রমিজ ও মো. আলম। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন, মোফাজ্জল হোসেন খান, তালেব আলী ও মো. আজিম।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন।

সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন।

অর্থ সম্পাদক পদে লড়বেন ৪ জন। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। সহ-প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

মহিলা সম্পাদিকা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। সহ মহিলা সম্পাদক পদে লড়বেন ৩ জন।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

সমবায় সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। ধর্মবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন।

এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিল আহমেদ জনি নির্বাচিত হয়েছেন।

বাচসকস সাংগঠনিক নির্বাচন উপলক্ষে ঢামেক হাসপাতালে কর্মচারীদের মধ্যে নির্বাচনী আমেজ চলছে। পোস্টার ফেস্টুনের চেয়ে গেছে পুরা হাসপাতাল প্রাঙ্গণ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours