নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় আটক নেতাকর্মীদের আদালতে নেওয়া হয়।
আজ (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় আটক বিএনপি নেতাকর্মীদের।
দুপুরে আটক নেতাকর্মীদের আদালতে তোলার আগে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। তখন আওয়ামীপন্থি আইনজীবীরাও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করতে থাকেন।
এসময় বিএনপিপন্থি আইনজীবীরা ‘এক হও এক হও জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘১০ তারিখের অ্যাকশন ডাইরেক অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।
আওয়ামীপন্থি আইনজীবীরাও অবস্থান নেন আদালতের সামনে। তারাও নানা স্লোগান দিতে থাকেন।
আওয়ামীপন্থি আইনজীবীরা বলেন, বিএনপি যাতে আদালতে কোনোরকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা একত্রিত হয়েছি। যদি তারা কোনোরকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে কঠোর হাতে দমন করব।
+ There are no comments
Add yours