সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আজকে আমাদের দেশের রাজনীতি অশান্ত হয়ে উঠেছে। আমি জানি না এই বিজয়ের মাসে কী এমন ঘটেছে যে, এই ডিসেম্বর মাসেই আন্দোলন-সংগ্রাম করতে হবে।
১০ ডিসেম্বর থেকে স্বাধীনতাকামী মানুষকে একনাগাড়ে হত্যা, সকল বুদ্ধিজীবীকে হত্যা করা শুরু হয়েছিল। আবারও আপনারা সেই রক্তাক্ত ডিসেম্বরকে পুনর্জীবিত করতে চান- এটি আমার প্রশ্ন।
আজ (৯ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা : পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ এ সম্মেলনের আয়োজন করে।
কে এম খালিদ বলেন, এই বিজয়ের মাসে বাংলাদেশকে মেধাহীন করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। ১৪ ডিসেম্বর সকল বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। সেই ডিসেম্বর মাসে অশান্ত করে তুলতে হবে রাষ্ট্রকে? আর কি সময় ছিল না। আজকে রাষ্ট্রের এই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেনি বলেই ১৯৭৫ সালে জাতির পিতাকে তারা নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে।
গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এবং ইতিহাস সম্মিলনীর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।
অনুষ্ঠানে স্বাগত জানান সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ।
দুই দিনব্যাপী সম্মেলনের চারটি অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০ জন গবেষক ও বিশেষজ্ঞ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।
+ There are no comments
Add yours