বগুড়ায় পুলিশের ওপর ইটপাটকেল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপিসহ সহযোগী সংগঠনের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সদর পুলিশ ফাঁড়ির দুজন ও পুলিশ লাইন্সের দুই আছেন।
বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক ওসমান গনি বাদী হয়ে ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৫২ জনের নামে এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা৷
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
+ There are no comments
Add yours