বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে যাত্রাবাড়ী মোড়ে পুলিশ, এপিবিএন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) এ রুটে দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। ঢাকায় চলাচল করা কয়েকটি বাস চলতে দেখা গেছে। তাও অন্যদিনের তুলনায় অনেক কম। গণপরিবহন কম থাকায় মানুষ হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যায় ২৬টি শর্তে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়।
+ There are no comments
Add yours