
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ১১ নভেম্বর (বুধবার) পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফ উদ্দিন, এসআই নেছার আহমেদ, এসআই মোঃ ওমর ফারুক, এসআই সালামত উল্লাহ, এএসআই সাহিদুল, এএসআই সামছুদ্দোহা ফোর্সসহ অভিযান চালিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত ১০ টি মামলার পলাতক আসামী রাজেন দাশকে গ্রেফতার করা হয়।
রাজেন দাশ পূর্ব ধোরলা গ্রামের নির্মল কান্তি দাশের ছেলে।
অন্যদিকে এএসআই রতন কুমার মল্লিক পশ্চিম কধুরখীল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শফিকুল আলম খোকনকে। আসামী খোকন পশ্চিম কধুরখীলের জাকের আলমের ছেলে।
অপরদিকে এএসআই আবু হানিফা ইমরান পোপাদিয়ার আকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন আরেক পরোয়ানাভুক্ত আসামী মোঃ আজমকে।
আজম আকলিয়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।
একই এলাকায় এএসআই মোঃ ইসমাইল অভিযান চালিয়ে আরেক পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইমনকে গ্রেফতার করেন।
আসামী ইমন আকলিয়া গ্রামের পেয়ার মোহাম্মদের ছেলে।
এছাড়াও এএসআই মোঃ ইব্রাহিম খলিল মধ্য শাকপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন জিআর মামলার পলাতক আসামী মোঃ মাসুদুর রহমানকে।
মাসুদ মধ্যম শাকপুরা গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
অভিযান গুলোর বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী সবাই। আমরা আসামীদের গ্রেফতার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।

+ There are no comments
Add yours