
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলতি বছরের আগস্টে দুর্ধর্ষ চুরি, যার মামলা চলমান অবস্থায় একই কায়দায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির ঘটনায় আটক হয় এরশাদ (৩৬) ও হাসান (৩২) নামে দুই চোর।
এ ঘটনায় সেই চোরদের সম্পৃক্ততা প্রমাণের জন্য নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ে। গত ৪-৬ আগস্টের মধ্যে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব থেকে ৪৪টি কম্পিউটারের মালামাল চুরি হয়। এ ঘটনায় এআইডিটি বিভাগের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ও সিআইডি তদন্ত করে দুইজন চোর আটক করেন।
আজ (১১ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে এসে চুরির কথা স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দেন দুই চোর। সারাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে লক্ষ করে তারা চুরি করে থাকেন বলে স্বীকার করেছেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নবীউল হক বলেন, গত ৪-৬ আগস্টের মধ্যে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের আদেশক্রমে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তদন্তের শুরুতে কিছু ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত থাকে। একপর্যায়ে জানতে পারি যে এই চুরির সঙ্গে জড়িত কতিপয় চোর সাতক্ষীরায় চুরির ঘটনায় আটক হয়েছেন। পরে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় তারা ঠাকুরগাঁওয়ের চুরির ঘটনায়ও জড়িত।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours