সাভারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় হোসেন আলী (৪০) নিহতের অভিযোগে আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এসময় বাবার খুনিদের বিচারের দাবিতে তিন কিলোমিটার হেঁটে থানায় আসে দুই শিশু।
আজ (১২ ডিসেম্বর) বিকেলে সাভার মডেল থানার প্রধান গেটে শত শত নারী-পুরুষসহ নিহতের স্বজনরা অবস্থান নেন। এর আগে ৯ ডিসেম্বর ভোররাতে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন আলী মারা যান।
নিহত হোসেন আলী সাভার রাজফুলবাড়িয়ার রামচন্দ্রপুর গ্রামের মৃত শফিতুল্লার ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী ছিলেন।
অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু এবং তার সহযোগী আনোয়ার হোসেন, মো. আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্নাসহ অজ্ঞাত ১০-১২ জন। তারা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী ও তার ভাই খোরশেদ রিকশায় রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাদের গতিরোধ করে ছুরি, রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৯ ডিসেম্বর) ভোররাতে মারা যান হোসেন আলী।
+ There are no comments
Add yours