ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সোমবার প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ইরানের বিচারবিভাগ সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান জানিয়েছে। এ নিয়ে ইরানে হিজাববিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
হিজাব পরার বিধান লঙ্ঘনের দায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী তরুণী জিনা মাহসা আমিনি মারা যান। পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে দাবি করে দেশটিতে হিজাব-বিরোধী আন্দোলন শুরু করেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভ এখন সরকার-বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।
গত সেপ্টেম্বরের মাঝের দিকে শুরু হওয়া এই বিক্ষোভের সাথে জড়িত থাকার দায়ে ইরানের বিচারবিভাগ এখন পর্যন্ত ১১ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত অন্তত ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং ১৮ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তাবাহিনীর ৬১ সদস্যও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
+ There are no comments
Add yours