
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ (১২ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ওই সোনা জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি সোনা জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
সূকাস্টম হাউসের ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে বান্ডিলগুলো থেকে ১২টি স্বর্ণবার (প্রতিটি ১০০০ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট ওজন ১২ কেজি। উদ্ধারকৃত সোনারবারের বাজার মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। জব্দকৃত বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। একই সাথে এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours