কাতার বিশ্বকাপ কাভার করতে গিয়ে মৃত্যু হলো আরও এক সাংবাদিকের। এবার মারা গেলেন ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম। এখনও পর্যন্ত তার মৃত্যুর কারণ যানা যায়নি।
এর আগে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাভার করার সময় মারা যান মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল।
কাতারের একটি টিভি চ্যানেল আল কাসের ফটো সাংবাদিক খালিদ আল-মিসলাম হঠাৎই মারা গিয়েছেন। তার মৃত্যুর কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
খালিদ যে সংস্থার হয়ে কাজ করতেন, সেই টিভি চ্যানেল আল কাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি থেকে তার পরিবারকে সান্ত্বনাও জানানো হয়েছে। তবে এর বেশি আর কিছু জানানো হয়নি। ফলে কীভাবে, কোথায় তার মৃত্যু হয়েছে, সেটি এখনো অজানাই রয়ে গেছে।
কাতারি পত্রিকা গালফ টাইমস আল মিসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে জানায়, ‘কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তার মৃত্যু সম্পর্কে এখনও কিছু বিস্তারিত জানায়নি কেউ।
এর আগে গত ৯ ডিসেম্বর আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর আমেরিকান সাংবাদিক ওয়াহল মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে খালিদের মতো তার মৃত্যুর কারণ অজানা ছিল না। তিনি কিছুদিন যাবত অসুস্থ বোধ করছিলেন। গত কয়েকদিন অনেক পরিশ্রম করেছিলেন তিনি। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। মূল মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন ওয়াহল।
তবে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আমেরিকার ফুটবল ফেডারেশন তার মৃত্যুর খবর জানায়। এরপর সেখানে হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করা হয়। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক সাংবাদিকের মৃত্যু হলো কাতার বিশ্বকাপে।
+ There are no comments
Add yours