১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২২) ৪টি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল।
৪০টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় গত ২-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে চারজনই পদক অর্জন করে।
১১ ডিসেম্বর বোগোতার একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়। করোনা মহামারির পর এবারই সরাসরি আইজেএসও অনুষ্ঠিত হল।
বাংলাদেশের পক্ষে পদক জয় করেন, খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এস. এম. আব্দুল ফাত্তাহ ও কাজী নাদিদ হোসেন, ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজমাঈন আদিব এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. নাফিজ নূর তাস্বিন। ইউরোপ, এশিয়া, আমেরিকার চল্লিশটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করে।
+ There are no comments
Add yours