যেসব শিক্ষার্থী জন্ম নিবন্ধনের নাম কিংবা নম্বর পরিবর্তন করে একাধিক আবেদন করেছে তাদের ভর্তি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ পর্যন্ত পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা জন্ম নিবন্ধনের নাম এদিক-ওদিক করে ও নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে। এগুলো যারা করেছেন সবাই ধরা পড়বেন। কারণ ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থী কোনভাবেই ভর্তি হতে পারবে না।
আজ (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনের আগে কারিগরি সহযোগিতা প্রতিষ্ঠান টেলিটক জানায়, নির্ভুলভাবে লটারির জন্য আমরা ডায়নামিক সফটওয়্যার বানিয়েছি। যার মাধ্যমে স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এর যথাযথ কার্যক্রম মূল্যায়ন করে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।
আর সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী। সরকারি স্কুলের লটারি সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।
এর আগে, ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার।
ভর্তি ফল জানতে যেকোনো টেলিটক নম্বর থেকে উল্লেখিত ফরম্যাটে বার্তা পাঠান ১৬২২২ নম্বরে :
যেভাবে বার্তা পাঠাবেন GSA<space>RESULT <space>USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class XXXX, Shift: XXX, Version:XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত।
+ There are no comments
Add yours