সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদে সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদ সুমন।
আজ (১৩ ডিসেম্বর) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অব্যাহতি চান। এর আগে তিনি থানার আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত পদত্যাগ পত্রও জমা দিয়েছেন।
তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে এখন দল থেকে সরে আসতে চান আওয়ামী লীগের এই নেতা।
সংবাদ সম্মেলনে শামীম আহম্মেদ বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। জীবনের ৪০ বছরের বেশিরভাগ সময়ই কেটেছে আওয়ামী লীগের রাজনীতি করে। ২০০১-২০০৯ পর্যন্ত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুবলীগের আশুলিয়া থানা কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্বে আছি।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে একাধিক মামলায় জেল খেটেছি দীর্ঘদিন। আমার বাবা সৈয়দ আহমেদ মাস্টার গত ২৮ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মুত্যুবরণ করেন। তিনিও মৃত্যুর আগ পর্যন্ত সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এক মাস আগে বাবার মৃত্যুতে এই ইউনিয়নের আসনটি শূন্য হয়। দল থেকে আমি এই নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours