
মোঃ আমির হোসেন, ঝালকাঠি ঃ
ঝালকাঠির রাজাপুরে মো. রাতুল হাওলাদার (১৬) নামে এক কিশোর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালীর গাজীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তাতার করা হয়। রাতুল পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. হযরত আলী হাওলাদারের পুত্র।
জানাগেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালীর গাজীর হাট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় রাতুলকে গ্রেপ্তাতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী মো. এনায়েত মুন্সি পালিয়ে যায়। এনায়েত মুন্সি পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. কাদের মুন্সির পুত্র।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক এনায়েত মুন্সিসহ দুজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১০)। বৃহস্পতিবার সকালে রাতুলকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours