সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ১০ দফার ভিত্তিতে প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেয় দলটি।
কিন্তু একই দিন রাজধানীতে আওয়ামী লীগের সম্মেলন থাকায় সম্ভাব্য ‘সংঘাত’ এড়াতে এবং শরিকদের আপত্তির কারণে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, বিএনপি কোনো সংঘাতে যেতে চায় না। শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করাই আমাদের লক্ষ্য। সে জন্য আমরা পূর্বঘোষিত ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ডিসেম্বরই গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুধু রাজধানীতে গণমিছিলের তারিখ পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আগ্রহী অন্যান্য জোটগুলোর সঙ্গে আলোচনা করে গণমিছিলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের ১০ দফা ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওই দিনই ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা অপ্রয়োজনে কোনো সংঘাতে যেতে চাই না। ঢাকায় গণমিছিলের তারিখ পরিবর্তন করা হবে। সে বিষয়ে অন্যান্য শরিকদের পক্ষ থেকে কী প্রস্তাব আসে সেটার ওপর ভিত্তি করে স্থায়ী কমিটির সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেন, বিএনপি আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ২৪ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করে। এটা নিয়ে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল মঞ্চের মধ্যেও। তাছাড়া ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন। ফলে শুরুতেই সংঘাতে যাওয়া ঠিক হবে না। যদিও বিএনপির নেতারা বলেছেন, তারা আওয়ামী লীগের ২৪ ডিসেম্বর সম্মেলনের বিষয়টি জানতেন না। তারা পূর্বের সমাবেশের ন্যায় শনিবারের দিন গণমিছিলের কর্মসূচি দিয়েছেন। আমাদের সঙ্গে আলোচনার পর তারা বিষয়টি জানতে পেরেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, জোট শরিকদের মধ্যে যদি ঐক্য থাকত তাহলে ওই দিন তারা আলাদাভাবে নয় বরং এক সঙ্গে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করতেন।
+ There are no comments
Add yours