সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর পাঁচলাইস্থ একটি মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ‘স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
আজ (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মাসুম চৌধুরী; বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি মিজানুর রহমান বাপ্পি এবং জাতীয় সংগীত পরিবেশন করেন মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড রোকসানা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির সভাপতি ডাঃ মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজম মানিক, বিশিষ্ট সংগঠক প্রকৌশলী মারুফ রেজা, জাকির হোসাইন, সংস্থার সহ-সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, সহ-সাংগঠনিক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক শফিউল আকবর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর ফরিদা ইয়াছমিনসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, একাত্তরের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আজকের এই দিনে অর্জিত হয় আমাদের বহুল কাঙ্কিত স্বাধীন সোনার বাংলা। অথচ স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পর আজও নাগরিকদের অর্জিত স্বাধীনতা খর্ব হচ্ছে প্রতিনিয়ত; লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। তারা বলেন – নামে বেনামে নানান ব্যানারে একাত্তরের ঘাতকদল আজও সরব, তারা আজও দেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে! আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশদ্রোহীদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও একটি বিপ্লবী জাতির যোগ্য উত্তরসূরী হয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব আজকের তরুণ সমাজকে নিতে হবে।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন এম এ আউয়াল, আজম খান, সাইফ আমির, গোলাম মোস্তফা, মুছা খান, জিয়াউল হক, সোলাইমান, ইয়াছিন, গোলাম সরোয়ার, সাকিবসহ প্রমুখ নেতৃবৃন্দ…
+ There are no comments
Add yours