কক্সবাজার পর্যটন শিল্পে ক্ষতির আশঙ্কা

Estimated read time 1 min read
Ad1

প্রতিবছর এই সময়ে বিশেষ করে বিজয় দিবসকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকের ঢল নামে। তবে এবারের চিত্র একেবারে উল্টো।

আশানুরূপ পর্যটক না আসায় সমুদ্র সৈকতসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে। এই নিয়ে পর্যটন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এর কারণ হিসেবে দুটি বিষয় চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা। প্রথম কারণ হলো, টেকনাফ-সেন্টমার্টি রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটক গমনে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসমাবেশ হওয়ায় রাজনৈতিক মাঠ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দুই কারণে এবারের পর্যটন মৌসুম মন্দা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পহেলা অক্টোবর থেকে পর্যটন মৌসুম মনে করা হয়। তখন থেকে প্রতিবছর কক্সবাজারে পর্যটকের আগমন বাড়তে থাকে। কিন্তু এবার ডিসেম্বর শেষ হতে চললেও জাহাজ চলাচলে অনুমতি মেলেনি। অন্যদিকে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পড়েছে। এ কারণে গত আড়াই মাসে প্রত্যাশার অর্ধেক পর্যটকও আসেনি। ইতোমধ্যে পরীক্ষা শেষ হলেও জাহাজ চলাচল শুরু হয়নি। তাই ছুটি মিললেও বিজয় দিবসের ছুটিতে আশানুরূপ পর্যটক আসেনি। এছাড়া রাজনৈতিক মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্টি অস্থিরতারও এক্ষেত্রে প্রভাব পড়েছে।

কক্সবাজার হোটেল-মালিক ও গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, ‘পর্যটন মৌসুমকে নতুন করে সাজ-সজ্জা করে প্রস্তুত রয়েছে পাঁচশতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজ। কিন্তু ভরমৌসুমেও পর্যটক না আসায় হোটেল ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। সবাই  বড় ধরণের লোকসানের আশঙ্কা নিয়ে দিন পার করছে।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours