বগুড়ার শিবগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ‘জয় বাংলা’ না বলায় অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট এক রায়ে ‘জয় বাংলা’ কে বাংলাদেশের জাতীয় স্লোগান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করতে হবে।
তিনি আরও বলেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান না দিয়ে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করায় আমরা অনুষ্ঠান বর্জন করেছি।
+ There are no comments
Add yours